চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় বিষধর সাপের কামড়ে মুনতহা মুনছুর মাহি (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাহি উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে।
মাহির চাচা মো. নাইম বলেন, ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিলো। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপ কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই সে মারা যায়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে রেফার করে।
বিডি প্রতিদিন/এএম