রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ’ ফুট রাস্তার উত্তরপাশ থেকে অজ্ঞাতপরিচয়(২৮) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) একে এম আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ৫/৬দিন আগে এখানে পুতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন