ইন্টারনেটে 'জিহাদি জন’ নাম ব্যবহার করে ইসলামিক স্টেট তথা আইএস এর প্রচারণা চালানোর অভিযোগে ঢাকায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী বাড্ডা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার নাম জানা যায়নি।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গেফতার যুবক ইন্টারনেটে 'জিহাদি জন' নাম ব্যবহার করে আইএসের প্রচারণা চালিয়ে আসছিল। সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিহাদি জন আইএসের সদস্য। তার প্রকৃত নাম মোহাম্মেদ ইমওয়াজি। আইএসের বিভিন্ন ভিডিওতে তাকে ছুরি হাতে পশ্চিমা বন্দিদের শিরশ্ছেদে হত্যা করতে দেখা যায়। এরপর তাকে ধরার জন্য বিশ্বব্যাপী অভিযান শুরু হয়।
অবশ্য সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকায় চলতি মাসের মাঝামাঝি এক অভিযানে ‘জিহাদি জন’ নিহত হন বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব