দেশের শীর্ষস্থানীয় লেখক-শিক্ষক-বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবদুল হক (২৬) নামে এক জামায়াত সমর্থককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, জঙ্গি সংগঠন আইএস ও আনসারুল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন ও জাফর ইকবালসহ একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে আবদুল হককে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব