রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুলাইল কবরস্থানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে ফজরের নামাজের পর মাতুয়াইল কবরস্থান মসজিদের মুসল্লিদের একজন কবর জেয়ারতের জন্য ভিতরে প্রবেশ করে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। দৌড়ে বের হয়ে অাসতে গিয়ে কবরস্থানে গেটেই মূর্ছা যান তিনি। প্রাতঃভ্রমণকারীরা তাকে উদ্ধার করে মসজিদে এনে শুইয়ে রাখেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে কবরস্থানে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান তিনি। পরে লোকজন কবরস্থানে গিয়ে ওই লাশ দেখতে পান। খবর পেয়ে সকাল ১০টার দিকে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের সাব-ইন্সপেক্টর আইয়ুব জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর। তার পরণে লুঙ্গি, গায়ে আকাশি রঙের ফুল শার্ট ও কোমরে গামছা রয়েছে।
কবরস্থানের প্রহরী জানান, তিনি গভীর রাতে একটি মাইক্রোবাস এসে কবরস্থানে মাঝামাঝি স্থানে থামতে দেখেছেন। কিছুক্ষণ পর সেটি চলে যায়।
স্থানীয়রা জানান, কবরস্থানের ভেতরে যে গাছে লাশটি ঝুলে ছিল তার নিচে অনেক পায়ের ছাঁপ দেখা গেছে। কেউ কবরস্থানে এসে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে গেলে এত বেশি পায়ের ছাঁপ থাকার কথা না।
পুলিশের ধারণা অন্য কোথাও যুবকটিকে হত্যা করে কবরস্থানে লাশটিকে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ