রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম ওমর ফারুক (২৩)। তার বাড়ি নওগাঁর পোরশা উপজেলার অনন্তপুরে। তিনি ওই গ্রামের সেলিম শেখের ছেলে।
হাসাপাতাল সূত্র জানায়, একটি অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর গত ১৬ নভেম্বর ওমর ফারুককে নওগাঁ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর ওইদিনই তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৫/ রশিদা