কোটা সংস্কারের প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এসময় দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বুধবার দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে কোটা সংস্কার আন্দোলনের নেতারা এই হুঁশিয়ারি দেন।
এর আগে আন্দোলনের প্ল্যাটফর্ম 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষরণ পরিষদ'র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শাহবাগ ঘুরে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায়। সেখানে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ছাত্র সমাজ মানে না বলে তারা স্লোগান দিতে থাকে। এরপর তারা ফের মিছিল বের করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার ঘোষণার এতদিন পরেও সেটা বাস্তবায়ন হয়নি। উপরন্তু ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসময় তারা সকল মামলা প্রত্যাহারের জন্য সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, কোটা সংস্কার যৌক্তিক দাবি সত্ত্বেও এই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা-মামলা দেওয়া হয়েছে। আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত