২৩ এপ্রিল, ২০১৯ ১৯:০৮

বরিশালে গলদা চিংড়ির ৫ লাখ রেনুসহ ১৮ শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গলদা চিংড়ির ৫ লাখ রেনুসহ ১৮ শ্রমিক আটক

বরিশালে গলদা চিংড়ির ৫ লাখ রেনুপোনা এবং দেড়শ’ কেজি জাটকা বোঝাই একটি ট্রলারসহ ১৮ শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার ভোররাতে বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর লাহারহাট সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড। 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জব সন্যামত জানান, ভোলা থেকে ট্রলার বোঝাই করে গলদা চিংড়ির বিপুল পরিমাণ রেনুপোনা এবং জাটকা পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহায়তায় কোস্টগার্ডের একটি দল কালাবদর নদী সংলগ্ন লাহারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। 

পরে ভোর রাতে সন্দেহভাজন একটি ট্রলার আটকের পর তল্লাশি করে গলদা চিংড়ির ৫ লাখ রেনুপোনা এবং দেড়শ’ কেজি জাটকা উদ্ধার করেন তারা। আইন অমান্য করে গলদা চিংড়ির রেনুপোনা ও জাটকা আহরণ এবং পাচারের অভিযোগে আটক করা হয় ট্রলারে থাকা ১৮ শ্রমিককে। 

পরে তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত এবং জাটকা গুলো অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান সঞ্জীব সন্যামত।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর