Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ মে, ২০১৯ ০৯:৩১
আপডেট : ১৬ মে, ২০১৯ ১৩:৫১

সিসিটিভিতে ধরা পড়ল সেই শিশুকে ফেলে যাওয়ার দৃশ্য (ভিডিও)

অনলাইন ডেস্ক

সিসিটিভিতে ধরা পড়ল সেই শিশুকে ফেলে যাওয়ার দৃশ্য (ভিডিও)

ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া কন্যা শিশুটিকে দুই নারী ফেলে গিয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন বোরকা পরা। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হন্তদন্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ঢুকছেন দুই নারী। এক নারীর হাতে দেখা যায় কাপড়ের পুটুলি সদৃশ কিছু। তিনি শৌচাগারে ঢুকে দ্রুত বেড়িয়ে যান। ঢোকার সময় হাতে যে পুটুলি দেখা যাচ্ছিল ছিল, সেটি বের হবার সময় ছিল না। অন্যজন ছিলেন বোরকা পরা। ধারণা করা হচ্ছে এই দুজনই ফেলে যায় শিশুটিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছ, শিশুটি পুরোপুরি সুস্থ। আপাতত এক মায়ের কোলে নিশ্চিন্তেই আছে সে। এদিকে, এরই মধ্যে ওই শিশুকে সন্তান হিসেবে পেতে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তির কথা জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ফরিদ আহমেদ।

ভিডিওটি সময় টিভি'র সৌজন্যে-

সূত্র: সময় টিভি।

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য