পুলিশের সামনেই রাজশাহীর ব্যস্ততম নিউমার্কেটের প্রধান ফটক আটকে রেখে সমাবেশ করেছেন বিএনপি নেতারা। বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রচারপত্র বিতরণ করতে গিয়ে শুক্রবার সকালে তারা এই সমাবেশ করেন। নিউমার্কেটের প্রধান ফটকে সমাবেশ করলেও পুলিশ এতে বাধা দেয়নি।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
এর আগে তারা নিউমার্কেটের সামনে থেকে প্রচারপত্র বিতরণ শুরু করেন। তারা প্রথমে নিউমার্কেটের সামনের এবং ভিতরের ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিলি করেন। এরপর তারা নিউমার্কেটের পাশে মাছপট্টিতে গিয়ে প্রচারপত্র বিতরণ করেন। পরে নিউমার্কেটের প্রধান ফটকের সিঁড়িতে দাঁড়িয়ে সমাবেশ করেন।
সেখানে নেতারা বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশে চার থেকে পাঁচ লাখ নেতাকর্মী হাজির হবেন। ইতিমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীর পথে রওনা হয়েছেন। তবে এই সমাবেশ যেন সফল না হয় তার জন্য নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে পুলিশ। পুরো বিভাগজুড়ে এখন আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে সমাবেশ সফল করা হবে বলেই ঘোষণা দেন বিএনপি নেতারা।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত সমাবেশ করার জন্য বিএনপি একটি আবেদন করেছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তারপরেও খবর পাই যে তারা লিফলেট বিতরণ করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশের সামনেই সমাবেশ করা হয়েছে কি না তা আমার জানা নেই।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ করা হচ্ছে। রাজশাহী বিভাগের সমাবেশ হবে আগামী রবিবার।
বিডি প্রতিদিন/হিমেল