হিমালয়ের ২৩ হাজার ৩৮০ ফুট উঁচু ‘হিমলুং’ পর্বতশিখরে আরোহণের জন্য বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অভিযানে যাচ্ছেন দুই পর্বতারোহী। এ লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর নেপালের উদ্দেশে রওনা দেবেন তারা। এই দুই পর্বতারোহী হলেন- এভারেস্টজয়ী এম এ মুহিত এবং ইকরামুল হাসান।
নেপালে তাদের সঙ্গে যোগ দেবেন পোল্যান্ড, স্পেন, সুইডেন ও সাউথ আফ্রিকার আরও আটজন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের এক সংবাদ সম্মেলনে দুই বাংলাদেশি অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
অভিযানের দলনেতা এম এ মুহিত বলেন, ‘হিমলুং নেপালের অন্নপূর্ণা ও মানাসলু হিমালয় অঞ্চলের মাঝে নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত। এই পর্বত অভিযানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যাচ্ছি। আমার সহযাত্রী ইকরামুল হাসান এর আগে ছয় হাজার মিটারের পর্বতারোহণ করেছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর নেপালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন দুই অভিযাত্রী মুহিত ও ইকরামুল। আবহাওয়া অনুকূলে থাকলে ৩০ দিনের মধ্যে তাদের অভিযান সম্পন্ন হওয়ার কথা। অভিযানটি যৌথভাবে স্পন্সর করছে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডর্স বাংলাদেশ লিমিটেড।
বিডি-প্রতিদিন/শফিক