ওয়ার্কার্স পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন রাজশাহীর তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু বাক্কার। গত নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনয়নে হাতুড়ি প্রতীক নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার ছয় মাসের মাথায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এই নেতা আওয়ামী যুবলীগে যোগ দিলেন। ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুবমৈত্রীর তানোর উপজেলা শাখার সভাপতি ছিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় তানোর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। সভায় উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবলীগে যোগদান করেন ওয়ার্কার্স পার্টির এই নেতা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আবু বাক্কারকে শুভেচ্ছা জানান।
এসময় আবু বাক্কার বলেন, আওয়ামী লীগের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করবো। ওমর ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে কাজ করবো।
উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, চান্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তানোর পৌরসভা যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার প্রমুখ।
তবে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, আবু বাক্কার দলের সঙ্গে বেঈমানি করেছেন। দলীয় প্রতীকে নির্বাচিত হয়ে অন্য দলে যোগদান করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল