জঙ্গি অভিযানে সক্ষমতা বৃদ্ধির জন্য রাজধানীর বনানীতে নরডিক হোটেলে মহড়া পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার বিকেলে ওই মহড়ায় অংশ নেন র্যাবের স্নাইপার ও কমান্ডো টিমসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গিবিরোধী মহড়াটি শুরু হয়। মহড়া শেষে সংবাদিকদের অভিযানের বিষয়ে ব্রিফ করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
জানা গেছে, প্রতীকী এই মহড়ার শুরুতে একটি হলুদ রংয়ের ট্যাক্সিক্যাবে করে একজন নারী জঙ্গিসহ চারজন জঙ্গি নরডিক হোটেলে ঢুকেন। তার আগে থেকেই হোটেলটিতে জঙ্গিদের আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিলেন। জঙ্গিদের আমিরকে র্যাবের হাত থেকে ছেড়ে দেওয়ার জন্য হোটেলের সবাইকে জিম্মি করে জঙ্গিরা। তারা দাবি জানায়, আমিরকে ছেড়ে না দিলে হোটেলের দেশি-বিদেশিদের মেরে ফেলা হবে। জিম্মিদের একজনের আত্মীয় র্যাবের কন্ট্রোলরুমে ফোন দিয়ে বিস্তারিত জানায়। খবর পেয়ে হোটেলটিতে অভিযানে নামেন র্যাব সদস্যরা। এতে প্রথমে র্যাবের স্নাইপার টিম রাস্তা দিয়ে মহড়ায় অংশ নেয়। এ সময় হোটেলের সামনে কয়েকটি গ্যাস বোমা নিক্ষেপ করা হয় এবং জঙ্গিদের বিভ্রান্ত করতে বিভিন্ন দিক থেকে একই সঙ্গে মহড়া পরিচালনা করা হয়। তখন হেলিকপ্টারে করে ওই হোটেলের পাশের ভবনে নামেন র্যাবের কমান্ডো দলের সদস্যরা। জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখানে প্রবেশ করে র্যাবের কমান্ডো ও স্নাইপার টিম। এই মহড়ায় জঙ্গিদের সবাই নিহত হন এবং হোটেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক