রাজশাহীতে ব্যাংকের ব্যবস্থাপক প্রতারণার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে অগ্রণী ব্যাংকের গোদাগাড়ী উপজেলা শাখায়।
আহসান হাবিব নয়ন ওই শাখার ব্যবস্থাপক থাকাকালীন এই প্রতারণা করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
গোদাগাড়ীর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের কাছে করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গোদাগাড়ী উপজেলার দাড়িয়াপুর হাতাপাড়া গ্রামের সাবের আলী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক শিব শঙ্করকে গিয়ে জানান, তার হিসাব নম্বর থেকে ৬ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা তিনি তোলেননি। সাবের আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, ব্যবস্থাপক শিব শঙ্কর ক্যাশ শাখায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, গ্রাহক সাবের আলী ১৯৮৯ সাল থেকে অগ্রণী ব্যাংকে লেনদেন করেন। তার একটি ঋণও আছে। সেই ঋণ সমন্বয় করার কথা বলে সেসময় ব্যবস্থাপকের দায়িত্বে থাকা আহসান হাবিব নয়ন ব্যাংকের পিয়ন আফজালের মাধ্যমে ৪৩০৮১৭২ নম্বরের একটি চেক বইয়ের ফাঁকা পাতা নেন। সেটি এ বছরের ১৬ জুন ব্যবহার করেই ওই হিসাব নম্বর থেকে ৬ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। চেকের পাতাটিতে সেসময়ের ব্যবস্থাপক আহসান হাবিব নয়ন নিজেই টাকার পরিমাণ লিখেছেন।
ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক শিব শঙ্কর জানান, গ্রাহকের লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টির অনুসন্ধান শুরু করেন। এরপর জানতে পারেন, পিয়ন আফজাল চেকের পাতাটি নিয়ে এসে আহসান হাবিব নয়নকে দেন। এরপর গ্রাহকের অভিযোগ ও তার অনুসন্ধান লিপিবব্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।
তৎকালীন শাখা ব্যবস্থাপক আহসান হাবিব নয়ন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। চার মাস পরে এমন অভিযোগের পেছনে অন্য কোনো কারণ আছে বলে দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল