স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সকলের বিরুদ্ধে এই অভিযান। যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদেরকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই আমরা যে অন্যায় করুক, জনপ্রতিনিধি বা কর্মচারী হোক তাকেই আইনের মুখোমুখি হতে হবে।
এর আগে আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এসময় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ৭ সারিতে মার্চ ফাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন। পরে প্রধান অতিথি তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ করেন।
রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার এবং আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কার অর্জন করেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নব-নিয়োগপ্রাপ্ত মোট ৩২ জন চৌকস কর্মকর্তা ১৫ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং এম এস কোর্স সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল