যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের আটক নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে তার আটকের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, শিগগিরই তার আটকের বিষয়ে জানা যাবে।
তাই সাংবাদিকরাও চেষ্টা করছেন ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের সর্বশেষ অবস্থার তথ্য জানতে। বিষয়টি নিয়ে আজ সকাল থেকে রাজধানীতে ডিএমপি কার্যালয়ে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের কয়েকজন নেতা গ্রেফতার হওয়ার পর সম্রাটের নাম আসতে থাকে গণমাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রতি রাতে ৪০ লাখ টাকা রাজধানীর ১৫টি ক্যাসিনো থেকে চাঁদা হিসেবে পেতেন ইসমাইল হোসেন সম্রাট।
সম্রাটের ঘনিষ্ট বলে পরিচিত তারই কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া ক্যাসিনো পরিচালনা ও মানি লন্ডারিং মামলায় বর্তমানে জেলে আছেন। তাকে গত সপ্তাহে তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল