শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীতে আবারও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুর্গা পূজা উপলক্ষ্যে মাত্র ৫ দিনের জন্য নগরীতে ৩ ধরণের পণ্য বিক্রি করছেন তারা।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল টিসিবি’র প্রধান মো. আনিছুর রহমান জানান, দুগা পূজা উপলক্ষ্যে সরকার ৫ দিনের জন্য মাঠ পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করেছে। সোমবার শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় শুধুমাত্র নগরীর ৪টি পয়েন্টে ৪ জন ডিলার ট্রাক সেল (ট্রাকে পণ্য বিক্রি) করবে। এই ৫ দিনে একেকজন ডিলার সর্বোচ্চ ৫শ’ কেজি চিনি, ৪শ’ কেজি ডাল ও ৪শ’ লিটার করে সয়াবিন তেল উত্তোলন এবং বিক্রি করতে পারবেন। প্রতি কেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা করে বিক্রি করতে পারবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব