বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে হওয়া মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
আজ মঙ্গলবার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। তাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে মামলা করেন। আদালত সরকারের অনুমোদন নিয়ে শাহবাগ থানাকে তদন্ত করতে নির্দেশ দেন। গত বছর ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার