বরিশাল নগরীর সিএন্ডবি রোড এবং গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। শনিবার দুর্ঘটনায় আহত হওয়ার পর তাদের শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে ওই রাতেই জরুরি বিভাগের চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুমিতা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সুমিতা বেগম গৌরনদী পিঙ্গলাকাঠী এলাকার মৃত আ. মজিদ গাজীর স্ত্রী।
গৌরনদী থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে পিঙ্গলাকাঠী এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় স্থানীয় মৃত মজিদ মিয়ার স্ত্রী সুমিতা বেগম (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ওই দিন সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডের ১ নম্বর পোল এলাকায় একটি অটোরিক্সা থেকে নেমে গন্তব্যে যাওয়ার সময় ট্রাকের চাপায় নূরজাহান (৪০) নামে এক নারী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নূরজাহান উজিরপুর উপজেলার বজলু খানের স্ত্রী। নগরীর কাউনিয়া থেকে অটোরিক্সা যোগে ১ নম্বর সিএন্ডবি পোল নামার পরপরই তাকে চাপা দেয় ট্রাক।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এসআই তানজিল আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল