মুন্সীগঞ্জের শ্রীনগরে বরের বহরের মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় বাসচালকের গাফিলতি ছিল। জানা গেছে, বেশি গতিতে বাসটি চালায় ঐ চালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. আব্দুল বাসেদ।
তিনি জানান, ঐ মহাসড়কে গাড়ি চালানো উচিত সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে। কিন্তু যাত্রীবাহী বাসটি কমপক্ষে ৭০-৮০ কিলোমিটার বেগে চলছিল। পরে যাত্রীবাহী বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে এসে মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ থেকে বোঝা যায় বাসচালকের গাফিলতি ছিল।
দুর্ঘটনা পর শুক্রবার রাতেই হাইওয়ে পুলিশের টিএসআই দেলোয়ার বাদী হয়ে অজ্ঞাতনামা বাস চালকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেছেন বলে গণমাধ্যমকে জানান ওসি আব্দুল বাসেদ। তিনি বলেন, তদন্তে বাস মালিকের গাফিলতি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বাসের মালিক ও চালকের নাম আমরা জানতে পেরেছি। শিগগিরই বাসচালককে আটক করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘরে এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে আটজন নিহত হন। এছাড়া আহত হন আরও চারজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজন মারা যান। হতাহতরা সবাই আত্মীয়-স্বজন। তাদের বাড়ি লৌহজং উপজেলার কনকশার গ্রামে।
বিডি-প্রতিদিন/শফিক