বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ভুখা মিছিল করেছে। আজ সোমবার খালিশপুর শিল্প এলাকায় বেলা ১০টার দিকে তারা এই মিছিল বের করে।
মিছিলটি প্লাটিনাম জুটমিল গেট থেকে নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ঘুরে আবারও স্ব স্ব মিলগেটে এসে শেষ হয়। মিছিলে শ্রমিকরা তাদের পাওনা অবিলম্বে পরিশোধের দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে ২৭ নভেম্বর প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর সকাল থেকে মিল গেটে আমরণ অনশন।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে। দাবিনামা সম্পর্কে ২৪ নভেম্বর বিকেলে খুলনার যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক