রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার নগরীর মালদা কলোনীতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (২৮)। তিনি ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। মালদা কলোনী ঈদগাহ মাঠ এলাকায় রমজানের পান-সিগারেটের দোকান আছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দোকানি রমজান একই এলাকার আরমান আলীর ছেলে সোহেলের কাছে টাকা পেতেন। তারা দুজনে বন্ধুও। শনিবার বেলা ১১টার দিকে সোহেল দোকানে গেলে রমজান টাকা চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে রমজানের তলপেটে আঘাত করে পালিয়ে যান। প্রকাশ্যে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে। পরে লোকজন গুরুতর আহত রমজানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহত রমজানের মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর অভিযুক্ত সোহেলকে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান বোয়ালিয়া থানা পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম