বরিশালে সাংস্কৃতিক সংগঠন উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। নগরীর জগদিশ সরস্বাত গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বরিশালের একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতিজন নিখিল সেন স্মরণে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক বদিউজ্জামান।
এ সময় সংস্কৃতিজন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র ব্যাটবল, মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, কবিতা আবৃত্তি সংগঠনের সভাপতি আজমল হোসেন লাবু, নাট্যকার আবুল খায়ের সবুজ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারতি, উদীচী সদস্য পাপিয়া জেসমিন ও জগদ্বীশ সারস্বত স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ।
উদ্বোধনী দিনে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ আলোচনা অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসবে বিভিন্ন ধরনের ১০টি স্টল অংশগ্রহণ করে। ১৬ ফেব্রুয়ারি উৎসব শেষ হবে।
বিডি প্রতিদিন/আল আমীন