নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর সদর রোডের সাংবাদিক মাইনুল হাসান সড়কের এক চা দোকানিকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত চা দোকানি আনিসুর রহমান পনুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন পনু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর রোডের লিটু নামে এক মাদকাসক্ত সাংবাদিক মাইনুল হাসান সড়কের সামনে অপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তার আগেই হামলাকারী ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন