নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড এলাকায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া ও বার্মাশীল এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক প্যানেল মেয়র সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নাসিকের প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন, যুবলীগ নেতা হাজী মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর