রাজধানীতে আত্মগোপনে থাকা জসীম উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। আটক জসীম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ১৫ মামলায় সাজা পরোয়ানা ছিল।
বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম।
গ্রেফতার জসীম উদ্দিন (৫০) বাকলিয়া থানাধীন এয়ার মোহাম্মদ স্কুল লেইনের কবির আহম্মদের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। নগরীর চকবাজার থানার অলিখাঁ মসজিদ এলাকায় একুশে টিম্বার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, জসীম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে ১৯টি মামলা আছে। এর মধ্যে ১৫টি মামলায় সাজা হয়েছে। সাজা পরোয়ানা নিয়ে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ