সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও ধর্ষণসহ সরকারি দলের নানা অনিয়ম বন্ধে আগামী ১২ নভেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরকে নিয়ে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
আজ রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পথ সভায় যোগ দেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই উত্তরাবাসীর সামনে একটা সুযোগ এসেছে, দেশে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে তা আমরা পছন্দ করি না-এসবই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হচ্ছে। এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদের (ভোটার) উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া।
এরপর এস এম জাহাঙ্গীরসহ হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নজরুল ইসলাম খান গণসংযোগে নেমে পড়েন। উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, শহীদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাশার, হাবিবুর রশিদ হাবিব, বজলুল বাছিত আনজু, রাজীব আহসান, আবদুল আলীম নকী, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, রফিক শিকদার, হায়দার আলী লেলিন, ওমর ফারুক শাফিন, মোরতাজুল করিম বাদরু, সুলতানা আহমেদ প্রমুখ।
আমান উল্লাহ আমান বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কিন্তু ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যদি ভোটাদের ভোট দিতে দেওয়া না হয় তাহলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল