১৩ মার্চ, ২০২১ ০৮:৪৯

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

সাভারে ট্রাকচাপায় ওমর ফারুক (৩০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। নিহত ওমর ফারুক কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ গ্রামের চান মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সাভার থেকে ঢাকায় ফিরছিলেন ওমর ফারুক। পথে আমিনবাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওমর ফারুককে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর