জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় রাজধানীর দয়াগঞ্জে জাতীয় শিবমন্দিরে এ প্রার্থনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, মন্দির কমিটির সভাপতি এসকে বাদল, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিকাশ, কার্তিক, অশোক তরু, সুনীল প্রমুখ উপস্থিত ছিলেন। জয়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দিলীপ রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় তারুণ্যের অহংকার। সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের এমন একজন তরুণ আইকন, যিনি বদলে দিয়েছেন দেশের বেকার যুবকদের ভাগ্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে আমাদের ছুটে চলা যার হাত ধরে তিনি সজীব ওয়াজেদ জয়। তিনি একজন স্বপ্নচারী মানুষ। তিনি শুধু স্বপ্ন দেখেনই না, বাস্তবায়ন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন