বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও তার পরিবারের সকলের রুহের মাগফেতার কামনায় রাজধানীর আজিমপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৬ নম্বর ওয়ার্ড বটতলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় তবারক বিতরণ করা হয়েছে।
বেলা সাড়ে ১১ টায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি সরফুদ্দীন আহমেদ সান্টু, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, নাসির উদ্দিন বায়েজিদ, জাবেদ হোসেন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল