রংপুরে বাস চাপায় আহত পুলিশের এএসআই আরিফুজ্জামান মারা গেছেন। দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রংপুর সদর কোতোয়ালী থানার এএসআই আরিফুজ্জামান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে পাগলাপীর থেকে রংপুর নগরীতে আসছিলেন। এ সময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে এএসআই আরিফুজ্জামান গুরুতর আহত হন।
এ সময় তার স্ত্রী ও ছেলেও আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আরিফুজ্জামান মারা যান। তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি বলেন, রুপা এন্টারপ্রাইজের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর