সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই কর্মকর্তাকে পদকে ভূষিত করা হয়েছে। এদের মধ্যে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম (সেবা)-২০২০ এ ভূষিত হয়েছেন বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) মো. রাসেল।
এছাড়া বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-২০২১ এ ভূষিত হয়েছেন বিএমপি’র কেন্দ্রিয় রিজার্ভ অফিসের পরিদর্শক হোসনেয়ারা খানম। রবিবার সকালে ১০ টায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু ও এনামুল হক, উপ-কমিশনার নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার এবং খান মুহাম্মদ আবু নাসেরসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল