৪ অক্টোবর, ২০২২ ২০:০২

অন্ধকার এলাকার পূজামণ্ডপে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক

অন্ধকার এলাকার পূজামণ্ডপে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

মোহা. শফিকুল ইসলাম (ফাইল ছবি)

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার বিরাট এলাকা অন্ধকারে রয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাহিনীর সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশ দেন।

ডিএমপির কমিশনার সাংবাদিকদের বলেন, পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন মঙ্গলবার দুপুর থেকে।

ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ও বহুতল ভবনে জেনারেটর থাকলেও দীর্ঘ সময় চলতে গিয়ে ডিজেল ফুরিয়ে যাওয়ায় সন্ধার পর ঢাকার অনেক এলাকায়ই অন্ধকার নেমে এসেছে। এর মধ্যেই ঢাকা মহানগরে ২৪২টি পূজা মণ্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর