নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক মারা গেছেন।
শুক্রবার রাত ৮টায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলার চালকের নাম মনির হোসেন। তিনি কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। তিনি নিজেই ট্রলারটি চালক ও মালিক ছিলেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমন জানান, পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের ওপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির লঞ্চ ও ট্রলারের নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
পাগলা নৌফাঁড়ির উপ-পরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামের একজন মারা গেছেন। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ