১৫ মার্চ, ২০২৩ ২২:০৬

খিলক্ষেতে ছিনতাইয়ের কবলে ব্যাংকার, ৫ ছিনতাইকারী রিমান্ডে

অনলাইন ডেস্ক

খিলক্ষেতে ছিনতাইয়ের কবলে ব্যাংকার, ৫ ছিনতাইকারী রিমান্ডে

রাজধানীর খিলক্ষেতে এলাকায় মো. সৈয়দ আজিজুল হাকিম নামে এক ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে বিপুল পরিমাণ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। 

বুধবার আসামিদের আদালতে হাজির করলে প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেফতার পাঁচ ছিনতাইকারী হলেন, শরিয়তপুরের গোসাইরহাট থানার জামাল উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন রবিন (৩৫), বরগুনা জেলার তালতলী থানার মৃত জব্বার জমাদ্দারের ছেলে জাহাঙ্গীর জমাদ্দার (৪৪), ঝালকাঠির রাজাপুরের আ. সাত্তারের ছেলে মো. রাজু (২৯), শরিয়তপুরের গোসাইরহাটের মৃত কলম আলী সরদারের ছেলে মো. জামাল উদ্দিন (৪১) ও মাদারীপুরের কালিতোলা হাওলাদার বাড়ির হযরত আলী হাওলাদারের ছেলে ইকবাল হোসেন হাওলাদার (৩৫)।

জানা গেছে, গত সোমবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে নরসিংদীর মাধবদীর কর্মস্থলে যাওয়ার জন্য খিলক্ষেতের কুড়াতলীর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি প্রাইভেটকারে উঠেন মো. সৈয়দ আজিজুল হাকিম। তবে কিছুদূর যাওয়ার পর পিছনের সিটে বসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে চাকুর ভয় দেখিয়ে এবং কিল ঘুসি মেরে জখম করে।

এক পর্যাযে তার দুই হাত বেঁধে চোখে কালো চশমা পড়িয়ে তার সঙ্গে থাকা নগদ ১২০০ টাকা, বিকাশে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা এবং তাহার আত্মীয় স্বজনদেন নিকট হতে বিকাশের মাধ্যমে আরও ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকাসহ মোট ১ লাখ ৯১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে ভিকটিমকে রূপগঞ্জ থানাধীন জলসিড়ি প্রজেক্টের বিপরীত পাশে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় গত ১০ মার্চ খিলক্ষেত থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটি ধারা ৩৯৪ পেনালকোড রুজু হয়।

পরে খিলক্ষেত থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাইকাজে ব্যবহ্নত প্রাইভেটকার, কালো চশমা, গামছা, রশি ও ছিনতাইকৃত টাকার মধ্য হতে ১০ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে।

ডিসি গুলশান মোহাম্মদ আ. আহাদের নির্দেশনায়, এডিসি ক্যান্টনমেন্ট ইফতেখায়রুল ইসলাম ও এসি ক্যান্টনমেন্ট হুমায়ুনের সার্বিক সহায়তায় অফিসার ইনচার্জ কাজী সাহানসহ খিলক্ষেত থানা পুলিশ অল্প সময়ে আসামিদের গ্রেফতারে সক্ষম হয়। 

পরে আসামিদের আদালতে হাজির করলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর