ঢাকা মেডিকেল হাসপাতালের পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া নবজাত আব্দুল্লাহকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার রাতে রমনা ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ চুরি যাওয়ার নবজাতকের উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই নবজাতকটি উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ৩১ আগস্ট দুপুরের দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের হিরন-শাহনা দম্পতির নবজাতক চুরি হয়ে যায়। এরপরে শাহবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।বিডি-প্রতিদিন/শফিক