প্রগতিশীল ইসলামী জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি সংকটের মুখে পড়েছে। এই সংকট সমাধানে বিদেশি শক্তি নয়, বরং দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকেই এই সংকটের সমাধান করতে হবে। রাজনীতিকরা ব্যর্থ হলে দেশের জনগণও ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনকেন্দ্রিক পুরো পরিস্থিতি পর্যালোচনা করে আশু সমাধান এখন জাতির কাম্য।
রবিবার রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামীর জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।
সাবেক সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন মাওলানা হারিছুল হক, মুহাম্মদ আতা উল্লাহ খান, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সামসুল আলম চৌধুরী সুরমা ভাই, অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান উদ্দিন প্রধান, মাওলানা আতাউর রহমান আতিকী, মুহাম্মদ নাঈম হাসান, ডা. মোহাম্মাদ সম্রাট জুয়েল, মো. আখতার হোসেন, হাবিব উদ্দিন আহম্মেদ, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এহতেশামুল ইসলাম রুবেল, মুফতি আহসান উল্লাহ সালামী, মাওলানা জোবায়ের হোসাইন নেজামী, আব্দুল হাকিম দেওয়ান ও জোটের সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন