বরিশাল নগরের যানবাহনের চলাচলে শৃঙ্খলা রক্ষায়সহ সড়ক পরিস্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এ কাজ করে শিক্ষার্থীরা।
নগরের বাসিন্দা আরিফ আহমেদ বলেন, শিক্ষার্থীরা খুবই চমৎকারভাবে দায়িত্ব পালন করছে। যানবাহন চলাচলে একটি শৃঙ্খলা আনার চেষ্টা করছে। সেখানে সিনিয়র-জুনিয়র কিংবা স্বজনদের কোনো ছাড় দিচ্ছে না। সকলকে অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহবান করছে।
নগরের সদর রোড কাকলী হলের মোড় এলাকায় দায়িত্বরত শিক্ষার্থী হাসিব ও পারভেজ বলেন, দায়িত্ব পালন করে ভালো লাগছে। যা ভবিষ্যত জীবনে কাজে দেবে। আমরা এরপর থেকে শৃঙ্খলা রেখে চলাচল করবো।
শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব ছাড়াও নগরের বিভিন্ন সড়কের উপর ফেলে রাখা ময়লা আবর্জনা, ইট ও আন্দোলনের সময় অগ্নিসংযোগের পর পড়ে থাকা উচ্ছিষ্টাংশ পরিস্কার করেছে। এছাড়াও নগরের মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/হিমেল