৯ দফা দাবি বাস্তবায়নে বরিশাল নগরে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বিকেলে নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাজার শাখার সভাপতি মুহাম্মাদ লোকমান হাকিম। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মহানগরের সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের ও ইসলামী যুব আন্দোলনের জেলার সভাপতি এইচএম সানাউল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও দেশের জনগণের জান-মালের নিরাপত্তা বিধানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল