রাজধানীর যাত্রাবাড়ী থানার জহির স্টিল মিলের সামনে রাস্তা পারাপারের সময় বাস চাপায় মো. রাসেল (২৭) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
আজ সোমবার বিকাল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল কাদের বলেন, আমার ছেলে কাভার্ডভ্যান চালক ছিল। গতকাল তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন, রাতে তার সঙ্গে আমার কথা হয়। দুপুর আড়াইটার দিকে খবর পাই আমার ছেলেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। তার সহকর্মী রুবেলের কাছে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, তিনি চট্টগ্রামে থাকতেন। আমাদের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ শোলাকিয়া এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
বিডি প্রতিদিন/জুনাইদ