মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে স্বাগত জুলুস করেছে দাওয়াতে ইসলামী। শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।
রাজধানী মিরপুর-১১ বাসস্ট্যান্ড বড় মসজিদের সামনে থেকে সকালে জুলুস বের করে দাওয়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা। এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ও মোনাজাতের মধ্যে শেষ হয়। এতে সংগঠনের নেতা ফোযায়েল আত্তারী, শাহেদ আত্তারী, আব্দুল্লাহসহ শতশত আশেকে রাসূল (সা.) উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী। জেলার আলা হযরত রোড, পশ্চিম দেওভোগের মাদরাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার অফিসের সামনে দিয়ে পুরাতন কাচারি, সুপার মার্কেট, সদর হাসপাতালে হয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।জুলুসপূর্ব আলোচনায় সংগঠনের জেলা সভাপতি মনোয়ার মাদানী আত্তারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী।
এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন আল কাদেরী, আলহাজ্ব আব্দুল মতিন সরদার, আরিফুজ্জামান (দিদার, মুফতি হুসাইন আহমাদ কাদেরী, মাওলানা ওমর ফারুক আত্তারী, মুহাম্মদ ইউনূস ভুইয়া আত্তারী।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, নীলফামারী, খাগড়াছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী।
বিডি প্রতিদিন/আরাফাত