আজও ‘অস্বাস্থ্যকর’রাজধানী ঢাকার বাতাস। রবিবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার স্কোর ছিল
ওই সময় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির স্কোর ছিল ৫৩১।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ছিল ১০৩, রাজশাহীর ১৮৬ ও খুলনার ১৭৭। ঢাকা ও আশপাশের তিন সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে ছিল হেমায়েতপুর (৩৪২), ইস্টার্ন হাউজিং-২ (৩০২) এবং ঢাকার মার্কিন দূতাবাস (২৪১)।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউ এয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
বিডি প্রতিদিন/একেএ