রাজশাহী মহানগরীর (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা যেসব অস্ত্র ও গুলি লুট করেছিল, উদ্ধার হওয়া রিভলভার ও ৫০ রাউন্ড গুলি তার মধ্যে ছিল।
মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার রাতে আরএমপি রাজপাড়া থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীরঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও গুলি পড়ে আছে। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় এবং পরিত্যক্ত অবস্থায় রিভলভারসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ উদ্ধারকৃত রিভলভারটি পরীক্ষা করে দেখতে পায় এটি একজনের ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রের মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।
বিডি প্রতিদিন/আরাফাত