ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে প্রকাশ্যে একের পর এক ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলেম-ওলামারা ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীর নেতৃত্বে টঙ্গী স্টেশনরোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এসময় রফিকুল ইসলাম মাদানী তার বক্তব্যে বলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলেই একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি হাতে নিয়ে টঙ্গী স্টেশনরোড, চেরাগআলী, গাজীপুর, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে শুরু করেন ছিনতাই ও ডাকাতি। আমি নিজেও এই দুর্বৃত্তদের কবলে পড়েছি।
বক্তব্য শেষে টঙ্গী থানা কার্যালয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দেন এবং ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশকে কঠোরভাবে দমন করার দাবি জানান। এসময় বিভিন্ন এলাকার আলেম-ওলামা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতিরোধে কয়েকটি টহল টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই