রাজধানীর বাড্ডা আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার রাত পৌনে ১০টার দিকে বাড্ডা থানা পুলিশ আফতাবনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে।
নিহতের ভাতিজা মো. সুজন বলেন, ৪ ছেলে ও ৩ মেয়ের জনক আব্দুস সালাম। পরিবারের সবাই গ্রামের বাড়িতে থাকেন। মেরুল বাড্ডায় তার এক ছেলে থাকেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় ছেলের কাছে এসেছিলেন তিনি। এরপর ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। রবিবার সন্ধ্যার দিকে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে তিনি খবর পান, বাড্ডা আফতাবনগর এলাকায় তার লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, লাশের পাশেই অটোরিকশার একটি এক্সেল পড়েছিল। আর তার মাথায় আঘাত রয়েছে।
বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, রবিবার রাত পৌনে ১০টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তাদের কাছে খবর আসে, আফতাবনগরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আব্দুস সালাম নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পকেটে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে এবং রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন