রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

এরশাদের মুক্তি দাবি চরমোনাই পীরের

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ ভয়াবহ অরাজকতার দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, এরশাদকে গভীর রাতে তার নিজ বাসভবন থেকে র্যাব গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসার নামে আবদ্ধ করে রেখেছে। অবিলম্বে এরশাদের মুক্তি দিতে হবে। সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, একগুঁয়েমির পথ পরিহার করে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করুন। অন্যথায় আপনাদের আখের ভালো হবে না। তিনি দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন থেকে বিরত থাকুন। কেননা রাজনীতি মানুষের কল্যাণের জন্যই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর