সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, জাকিরের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়। দুপুরে একটি সিএনজি অটোরিক্সায় সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। কুমিরা এলাকায় রাস্তায় রাখা একটি ক্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। এসময় জাকির গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।