শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দাউদকান্দি ও টেকনাফে এক লাখ ৩১ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিদিন ডেস্ক

আলাদা দুটি ঘটনায় দাউদকান্দি ও টেকনাফ থেকে এক লাখ ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। প্রতিনিধিদের পাঠানো খবর। সিদ্ধিরগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ট্রাক চালক ইউসুফ (২৩) ও সহকারী জাফরকে (২৫) গ্রেফতার করে। এ ছাড়াও মাদক বিক্রির ৪৯ হাজার ৪৩৯ টাকা ও কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মো. গোলজার হোসেন ও এএসপি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। গতকাল নারায়ণগঞ্জের র‌্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কাঠবোঝাই ট্রাক থেকে প্রায় ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাঠ ও ট্রাক উদ্ধার করা হয়। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর