শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

কান লায়ন গোল্ড লায়ন পুরস্কার জিতল গ্রে ঢাকা

ফ্রান্সের কান শহরে আয়োজিত লায়ন আন্তর্জাতিক সৃজনশীলতা উৎসবে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ‘গোল্ড লায়ন’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা ‘গ্রে অ্যাডভারটাইজিং, ঢাকা’। এ পুরস্কার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। গ্রে অ্যাডভারটাইজিং লায়ন ক্যাটাগরিতে ইকো-কুলার প্রোডাক্ট ডিজাইনের জন্য এ পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে পুরস্কারের জন্য জমা পড়ে বিশ্বের মোট ৫৩৮টি ডিজাইন। তার মধ্যে গ্রে ঢাকার ইকো কুলার প্রজেক্ট সম্মানজনক গোল্ড লায়ন অ্যাওয়ার্ড প্রাপ্তির গৌরব অর্জন করেছে। গ্রে ঢাকার কান্ট্রি হেড ও ম্যানেজিং পার্টনার সৈয়দ গাউসুল আলম শাওন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘দেশের পক্ষ থেকে প্রথম এ ধরনের সর্বোচ্চ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করায় গ্রে ঢাকা নিজেদের গর্বিত মনে করছে।’ প্রসঙ্গত, ইকো-কুলার প্রচণ্ড গরমে প্রাকৃতিকভাবে তাপমাত্রা কমানোর একটি সহজ ও সুলভ উপায়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর