শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রয়াণ দিবসে জীবনানন্দ মেলায় দুই বাংলার দেড়শ কবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কবি জীবনানন্দ দাশের মৃত্যু দিবস সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে জীবনানন্দ কবিতা মেলা। এতে দুই বাংলার প্রায় দেড়শ কবি-সাহিত্যিক যোগ দিয়েছেন। গতকাল সকালে শাহ মখদুম কলেজ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

দুই বাংলার প্রাণের কবি জীবনানন্দ দাশের আজ ৬২তম মৃত্যু দিবস। তার স্মরণে কবি ও লেখকদের সংগঠন ‘কবিকুঞ্জ’ পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে। ‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ শীর্ষক এ মেলা শেষ হবে আজ শনিবার। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন করে জয়বাংলা সাংস্কৃতিক জোট। এরপর একটি                বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সর্বশেষ খবর